Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

অফিস সম্পর্কিত

প্রাচীন ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় যে,  জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলাতে শালবনের অস্তিত্ব বিদ্যমান ছিলো।  কালের বিবর্তনে ধীরে ধীরে সেই শালবনের অস্তিত্ব ও বিলুপ্ত হয়েছে। বগুড়া সামাজিক বন বিভাগের অধিক্ষেত্রাধীন জয়পুরহাট জেলায় কোন রাষ্ট্রীয় বন ভূমি নেই। রাষ্ট্রীয় মালিকানাধীন কোন বনভূমি না থাকায় জয়পুরহাট জেলা  বহুদিন যাবৎ বন বিভাগের প্রচলিত নিয়মানুগ ব্যবস্থাপনার আওতা বহির্ভূত থাকে।  জরুরী ভিত্তিতে স্থানীয় জনসাধারণের সচেনতা বৃদ্ধি, জ্বালানী কাঠ ও পশু খাদ্যের সরবরাহ, মরু প্রক্রিয়া বন্ধকরণ, পানি স্তরের নিম্নগামীতা রোধ এবং জলবায়ু ও পরিবেশের ভারসাম্য বজায় রাখার নিমিত্তে সামাজিক বন বিভাগ, বগুড়া এর অধীনে জয়পুরহাট জেলায় সহকারী বন সংরক্ষকের কার্যালয় স্থাপন করা হয়। এর অধীনে দুইটি সামাজিক বনাযন নার্সারী ও প্রশিক্ষণ কেন্দ্র  (SFNTC) এবং ০৫টি সামাজিক বন বাগান কেন্দ্র(SFPC) আছে।